শাহজালাল বিশ্ববিদ্যালয়
এখনো ফাঁকা ১৪৪ আসন, আবারও ভর্তি নেবে কর্তৃপক্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তির পর এখনো খালি রয়েছে ১৪৪টি আসন। এ খালি আসন পূরণ করতে আবারও শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার।
তিনি জানান, ২৫ জানুয়ারি চূড়ান্ত ভর্তি শেষে তিনটি ইউনিট মিলিয়ে আরও ১৪৪টি আসন খালি রয়েছে। এ ফাঁকা আসন পূরণ করতে আগামী ২ অথবা ৩ ফেব্রুয়ারি ভর্তির জন্য শিক্ষার্থীদের ডাকা হবে। এতে আগের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকাশিত মেধাতালিকা থেকে সিরিয়াল অনুযায়ী আসনখালি সাপেক্ষে ভর্তি করা হবে। তবে অভ্যন্তরীণ মাইগ্রেশন কার্যক্রম শেষ হলে বিভাগগুলোর শূন্য আসনগুলো পূরণ করা হবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) মাইগ্রেশন শেষ হবে বলেও জানান ভর্তি কমিটির সভাপতি।
নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস