ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষকে ‘মৃত’ ঘোষণা করে শোক প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মনজুরুল হককে ‘মৃত’ আখ্যায়িত করে শোকাহত পোস্টার সেঁটে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

হলের নানা সমস্যাসহ প্রভোস্টের সইয়ের জন্য ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা নেওয়ায় এ পোস্টার সাঁটিয়ে দেন হলের শিক্ষার্থীরা।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে মৃত্যুর শোক প্রকাশের পোস্টার সাঁটানো দেখা যায়।

jagonews24

পোস্টারে উল্লেখ করা হয়, ‘প্রভোস্ট স্যারের অকাল মৃত্যুতে আমরা জিয়া হলবাসী গভীরভাবে শোকাহত।’

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা নেওয়াসহ হলের নানা সমস্যা সমাধানে দুপুর দেড়টার দিকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে হলের একজন কর্মকর্তা জানান, একজন বিনাবেতনে কাজ করেন। তার জন্য ওই টাকা নেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা শিক্ষার্থীদের হুমকি-ধমকিও দেন।

এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ কার্যালয়ে তালা দেন। এসময় দুজন আবাসিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবরুদ্ধ আছেন।

jagonews24

এদিকে প্রাধ্যক্ষকে ফোন দিলে আসবেন না জানালে দুপুর আড়াইটার দিকে শোক প্রকাশের পোস্টার সাঁটিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের রিডিং রুমে বেঞ্চ সংকটসহ নানা সমস্যা রয়েছে। তবে প্রাধ্যক্ষ নিয়মিত হলে আসেন না, কোনো খোঁজও নেন না।

জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, কোনো কর্মকর্তা টাকা বেশি নিলে তার ব্যবস্থা প্রশাসন নেবে। এজন্য হলের কর্মকর্তা ও আবাসিক শিক্ষকদের হেনস্তা করা ঠিক না।

 

রুমি নোমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।