শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র দুই দশক পূর্তি

দুই দশক পূর্তি উদযাপন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র স্বেচ্ছাসেবীরা।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে অর্জুনতলায় এসে কেক কাটেন স্বেচ্ছাসেবীরা।
কেক কাটা অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৩টায় শাহজালাল ইউনিভার্সিটি স্কুলে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে কিন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।
২০০৩ সালের ৩০ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থীদের হাত ধরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র পথচলা শুরু হয়।
নাঈম আহমদ শুভ/এসআর/এমএস