রোকেয়া বিশ্ববিদ্যালয়

ক্রিকেট খেলা নিয়ে বাগবিতণ্ডা, শিক্ষার্থীকে পিটিয়ে জখম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সিনিয়রের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি সিয়াম নামের এক জুনিয়র শিক্ষার্থী। নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থী রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

জানা যায়, সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিয়ামের সঙ্গে এক সিনিয়রের বাগবিতণ্ডা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের সিনিয়ররা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক প্রাঙ্গণে সন্ধ্যা সাড়ে ৭ টায় সিয়ামকে ডাকে। সিয়াম সেখানে পৌঁছানোর পরে রসায়ন বিভাগের ১০ জনের মতো সিনিয়র তাকে কোনো কথা ছাড়াই মারধর শুরু করেন। এ সময় সিয়াম তার বন্ধুদেরকে ডাকাডাকি শুরু করে। তার বন্ধুরা সেখানে গিয়ে দেখে সিয়াম অজ্ঞান হয়ে পড়ে আছে। সিয়াম জ্ঞান হারালে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের এক নম্বর ওয়ার্ডে (পুরুষ) ভর্তি করা হয়। একই সময়ে সেখানে থাকা সিনিয়র বিভাগের ১৩তম ব্যাচের আরেক শিক্ষার্থী রাকিবকেও চড় থাপ্পড় মারেন।

আরও পড়ুন: শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, উত্তপ্ত ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি) মো. নুরুজ্জামান খান আহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিয়ামকে পিটানো হয়েছে। তাকে হসপিটালে নেওয়ার সময় বেশ কয়েকবার বমি করেছে। তাকে সেলাইন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। সিয়াম বর্তমানে আশঙ্কামুক্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আশানুজ্জামান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড.বিজন মোহন চাকী হাসপাতালে আহত শিক্ষার্থীকে দেখতে আসেন।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী বলেন, ঘটনার কথা জানা মাত্রই আমার তিন সহকর্মীকে নিয়ে তাকে হাসপাতালে দেখতে যাই। সে বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, বর্তমান স্যালাইন ও অ্যান্টিবায়োটিক চলছে। এরপরও প্রয়োজন বোধে শনিবার স্ক্যান করা হবে। সিয়াম এখন আশঙ্কা মুক্ত।

প্রক্টর মো. গোলাম রব্বানী বলেন, বিষয়টি শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমার কাছে আসেনি।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।