ঢাবিতে নতুন ট্রাস্ট ফান্ড, ১০ লাখের চেক হস্তান্তর

‘ঢাকা বিশ্ববিদ্যালয়-হিল বাংলাদেশ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ফান্ড’ নামের নতুন একটি ফান্ড গঠন করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) এ ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে হিল বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ বখতিয়ার আলম ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য দপ্তরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে হিল বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক শাহীন ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপারসন জিন্নাতুল বোরাকসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
আল-সাদী ভূঁইয়া/এমআইএইচএস/জেআইএম