বেরোবিতে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরে পাঁচশ কম্বল বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীমের সঞ্চালনায় ও পোমেল বড়ুয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, বেরোবি শাখা ছাত্রলীগের সহসভাপতি লুবনা হক মিমি, রেজওয়ান উল আনম তন্ময়, তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগরসহ শতাধিক নেতাকর্মী।
এএইচ/এমএস