সহযোগী অধ্যাপক হোসনে আরার দুই বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরার ‘বগুড়ায় মুক্তিযুদ্ধ’ ও ‘বঙ্গবন্ধু ও ছাত্রলীগের রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কলা ও মানবিকী অনুষদের এ আর মল্লিক লেকচার হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

তিনি বলেন, অধ্যাপক হোসনে আরা তার একটি বইয়ে বগুড়ার মুক্তিযুদ্ধকালীন ইতিহাস তুলে ধরেছেন। অপর একটি বইয়ে বঙ্গবন্ধুর ছাত্রলীগ গঠনের ইতিবৃত্ত, ছাত্রলীগের ইতিহাস ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা তুলে ধরেছেন। আমি মনে করি, বই দুটি পড়ে সবাই প্রকৃত ইতিহাস জানতে পারবে।

এ বিষয়ে লেখক হোসনে আরা বলেন, ‘বগুড়ায় মুক্তিযুদ্ধ’ বইতে মুক্তিযুদ্ধকালীন বগুড়ার সামগ্রিক দিক তুলে ধরেছি। বইটিতে মুক্তিযুদ্ধকালে বগুড়ায় স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তির অবস্থান তুলে ধরেছি। পাশাপাশি বইটিতে সেখানে সংঘটিত কয়েকটি যুদ্ধের বর্ণনা ফুটে উঠেছে। অপরদিকে দ্বিতীয় বইটিতে বঙ্গবন্ধুর ছাত্রলীগ প্রতিষ্ঠা এবং ছাত্রলীগের ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্তফ্রন্ট নির্বাচন, ছয়দফা, গণঅভ্যুত্থানসহ মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান তুলে ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পিংকি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে জাবির সাবেক উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান ও কবি মনিরুল মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহবুব সরদার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।