জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ বৃদ্ধ আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
গাঁজাসহ আটক হন মনসুর খান

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৩০০ গ্রাম গাঁজাসহ মনসুর খান (৮৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা শাখা। এ সময় তার কাছে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবিচত্বর এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। বৃদ্ধ মনসুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় বাস করেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছবিচত্বর এলাকায় ওই ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি গাঁজা সেবনকারী হিসেবে পরিচয় দেন। তার কাছে আরও গাঁজা আছে কি-না জিজ্ঞেস করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে প্রায় ৩০০গ্রাম গাঁজা জব্দ করা হয়।

jagonews24

তিনি আরও বলেন, ‘তিনি একজন গাঁজা সরবরাহকারী। এর আগেও তাকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’

মাদকের বিষয়ে জানতে চাইলে আটক মনসুর খান বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত গাঁজা খেতে হয়। তাই সাভারের কলমা এলাকা থেকে গাঁজা কিনে ক্যাম্পাসের ভেতর দিয়ে বাসায় ফিরছিলাম। এ সময় আমাকে আটক করে। জব্দ গাঁজা ৫০০০ হাজার টাকায় কিনেছি।’

তবে নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, আটকের পর মনসুর খানের কাছে পাঁচজন ব্যক্তি মোবাইলে গাঁজার বিষয়ে খোঁজ নেন।


মাহবুব সরদার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।