শেকৃবিতে স্বরাষ্ট্রমন্ত্রী

ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনে কৃষিতে স্বাবলম্বী বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে অতিথিরা

দেশের কৃষিবিজ্ঞানীরা নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করায় বাংলাদেশ কৃষিতে স্বাবলম্বী হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আজকে যেখানেই তাকাই, দেখি মাইলের পর মাইল সবুজ আর সবুজ। কখনো ধান, কখনো অন্য ফসল। বাংলাদেশে যথেষ্ট উর্বর জমি রয়েছে। এজন্য বঙ্গবন্ধু কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে কৃষির ওপর গুরুত্ব দিচ্ছেন।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী’ ও ‘বার্ষিক সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষিবিদদের সর্বপ্রথম একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সবাইকে একই স্ট্যাটাসে (পদমর্যাদায়) অফিসার করেছিলেন। তিনি মনে করতেন, আমাদের কৃষি যদি চলমান থাকে, যদি ফসল উৎপাদন করতে পারি, তাহলে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখনই আমরা এ জায়গা থেকে সরে গেছি, তখনই আমরা বিপদে পড়েছি।’

আরও পড়ুন: শেকৃবিতে ‘সাদামাটাভাবে’ পালিত হলো কৃষিবিদ দিবস

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীও কৃষির ওপর সবসময় গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগেও তিনি (শেখ হাসিনা) বলেছেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে আমাদের যেটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে খাদ্যসংকট। এজন্য এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেই নির্দেশনা তিনি দিয়েছেন।’

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এতে কৃষিবিদদের অবদান সবচেয়ে বেশি। এরপরও কৃষিবিদরা বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা ঠিক মতো পাচ্ছেন না। কৃষিবিদসহ অন্যান্য সব চাকরি ও প্রমোশনের ক্ষেত্রে সবকিছু মেধার ভিত্তিতেই হবে।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘অপশক্তি রুখে দিতে সবসময় সচেষ্ট থাকতে হবে। তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে লুটের রাজ্য বানিয়ে নিয়েছিল। সিরিজ বোমা হামলা, গ্রেনেড হামলার ষড়যন্ত্র যারা করেছিল, তারা তাদের সঙ্গে সম্পৃক্ত। তারা এখনো সক্রিয়।’

আরও পড়ুন>> আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁচা দেবেন না, খবর আছে: তথ্যমন্ত্রী

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলনে আওয়ামী লীগ নাকি দিশেহারা। কিন্তু আপনাদের কাছেই প্রশ্ন আমরা বা আপনারা কী দিশেহারা? বিএনপি নেতারা বলছেন, বাংলাদেশের চেয়ে নাকি পাকিস্তানে থাকা ভালো ছিল। তারা জাতির মর্যাদাকে ভূলুণ্ঠিত করছেন।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

তাসনিম আহমেদ তানিম/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।