ছাত্রী নির্যাতন

পর্যালোচনায় বসলো ইসলামী বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির পর্যালোচনা চলছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলোচনায় বসেন তারা।

এরআগে, বুধবার পর্যন্ত তিনদিন বিভিন্ন পর্যায়ে ভুক্তভোগী ও অভিযুক্ত শিক্ষার্থীদের সাক্ষাতকার নেন কমিটির সদস্যরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ঘটনার রাতে হলে অবস্থানরত প্রত্যক্ষদর্শী ও আয়াদের সঙ্গেও কথা বলেন তারা।

আরও পড়ুন: গোপনে ক্যাম্পাসে এলেন ৫ অভিযুক্ত, বললেন না কিছুই

বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের তৃতীয় তলায় অবস্থিত আইন বিভাগে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের কক্ষে অন্য সদস্যদের নিয়ে এ আলোচনা শুরু হয়। পাঁচ সদস্যের কমিটির মধ্যে উপস্থিত আছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষের শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্য সচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবর্দ্দী খান।

আরও পড়ুন: অভিযুক্তরা হাতে-পায়ে ধরে ক্ষমা চেয়েছে: নির্যাতিতা ছাত্রী

অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নিয়েছি। দ্রুত তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য আমরা পর্যালোচনায় বসেছি। অধিকতর তদন্তের জন্য প্রয়োজনে আবার ভুক্তভোগী ও অভিযুক্তদের ডাকা হতে পারে।’

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ পাওয়া নিয়ে সংশয়

রুমি নোমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।