জবিতে ‘মার্কেটিং ফিয়েস্তা’ শীর্ষক সভা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৩

সম্প্রীতি-অংশীদারত্ব-সমৃদ্ধি ভিশন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘মার্কেটিং ফিয়েস্তা-২০২৩’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ ঢাকার ধানমণ্ডির ম্যারিয়ট কনভেশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেন, ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন মার্কেটিং বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি ব্রান্ড এবং মার্কেটিং বিভাগ ও এর ছাত্র-ছাত্রীরা খুব স্মার্ট ও ক্রিয়েটিভ।
তারা স্ব স্ব ক্ষেত্রে তার প্রমাণ রেখে চলেছে।

ড. শেখ রফিকুল ইসলাম বলেন, এই অ্যাসোসিয়েশন শুধু ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগসূত্র স্থাপনের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বরং কোভিড ১৯ এর মহামারিতে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে বিশেষ ভূমিকা রেখেছে যা প্রশংসার দাবীদার।

শামীম হাসান সৈকত বলেন, এই পুনর্মিলনী অনুষ্ঠানটি সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার নিদর্শন। অনুষ্ঠানের আয়োজক কমিটিকে ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের বেশ কয়েকটি সেশনের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্মৃতিচারণমূলক ভিডিও উপস্থাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সঙ্গীতের আয়োজন ছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ‘স্মৃতি ও শেকড়’ শীর্ষক একটি স্মরণিকা উন্মোচন।

আলোচনা পর্ব শেষে রাতের খাবারে যোগদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত সকল শিক্ষক ও অ্যালামনাই। অনুষ্ঠান শেষে ফিরে যেতে যেতে নিজেদের সেই বিশ্ববিদ্যালয় দিনের সুখ-দুঃখের স্মৃতিগুলো ভাগাভাগি করে নেন সকল অ্যালামনাই।

এই অনুষ্ঠানটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র, শিক্ষক এবং বর্তমান ছাত্রদের মধ্যে সেতুবন্ধন করার একটি মূল পদক্ষেপ।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।