‘দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশে তিনগুণ বেশি উন্নয়ন হতো’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৭ মার্চ ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশে তিনগুণ বেশি উন্নয়ন হতো।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকে ভালোবেসে, শেখ হাসিনাকে ভালোবেসে সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর: শাবিপ্রবি উপাচার্য

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সব খরচ সরকার বহন করে। সুতরাং আমাদের সরকারের নির্দেশনার আলোকে চলতে হবে। সরকারের বাহিরে গিয়ে কোনকিছু চিন্তা করার সুযোগ নাই।

দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বক্তব্য দেন।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবস উদযাপন শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নাঈম আহমদ শুভ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।