এআইইউবির ২১তম সমাবর্তন অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২০ মার্চ ২০২৩

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ২১তম সমাবর্তন গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তনে সভাপতিত্ব করেন। তিনি গ্র্যাজুয়েটদের মাঝে ডিগ্রি/সনদ বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইয়ামামোতো। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা।

২১তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ ছাত্র-ছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের নিচে উল্লেখিত সম্মাননা পদক প্রদান করা হয়।

চ্যান্সেলর স্বর্ণ পদক ৩টি, ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক ৩৩টি, ভাইস চ্যান্সেলর পদক ৩৪টি, সুম্মা কাম লাউড (গোল্ড) ১২৮টি, ম্যাগনা কাম লাউড (রৌপ্য) ২১৯টি ও কাম লাউড (ব্রোঞ্জ) ৫৬টি।

নবীন গ্র্যাজুয়েটদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। এআইইউবি বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।

তিনি আরও বলেন, এআইইউবি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমে এসটিইএম বিষয়গুলোসহ আইসিটি, বিদেশি ভাষা এবং সিইসি, মাইক্রোসফট, সিসকো, জুনিপার, ওরাকল, সান মাইক্রো সিষ্টেম, এসএপি, ফরটিনেট এবং ইসি কাউন্সিলের মতো বিশেষায়িত ও গুরুত্বপূর্ণ কোর্সসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা চাকরির জন্য নয়, নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে সেটি আমাদের প্রত্যাশা। স্নাতকদের তিনি তাদের নিজ জীবন গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের প্রতি তাদের যে দায়িত্ব রয়েছে, তা পালনে সচেষ্ট হবে এই প্রত্যাশা করেন।

সমাবর্তন বক্তা এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), থাইল্যান্ডের প্রেসিডেন্ট প্রফেসর কাজুও ইয়ামামোতো তার শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত গ্র্যাজুয়েটদের উদ্বুদ্ধ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কর্মজীবনে পৃথিবীর যেই প্রান্তেই যাও না কেন, এআইইউবি থেকে যে মূল্যবোধ, জ্ঞান, সততা, আদর্শ অর্জন করেছো তা ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন বলেন, আমি বিশ্বাস করি শিক্ষিত হওয়ার জন্য শুধুমাত্র গ্রেড অর্জন বিবেচ্য হতে পারে না। তিনি শিক্ষার্থীদের আজকের এই অর্জনের পিছনে কারিগর হিসেবে তাদের পরিবার, বাবা-মা ও অভিভাবকদের অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চারপাশের মানুষজনই তোমাদের জীবনের অস্তিত্ব এবং মূল্যায়নকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। নিজের এবং চারপাশের মানুষজনের জন্য একটি ইতিবাচক এবং সহায়ক পরিবেশ তৈরি করার চেষ্টা করবে।

২১তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল-হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, কামরুল ইসলাম রাব্বী, এনামুল হক বিজয়, নাট্য অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই ডিগ্রি অর্জন করেন।।

এ ছাড়া সমাবর্তন অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল আবেদীন হাসান, নাদিয়া আনোয়ারসহ ট্রাস্টি বোর্ডের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধি, দেশি-বিদেশি উচ্চপদস্থ ব্যক্তি, এআইইউবির ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।