৪০ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী ২৩ মার্চ। দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ২ মে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। তবে ছুটিতে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে।

এতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও মে দিবসে অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা যেমন, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, এস্টেট ও নিরাপত্তা শাখা চালু থাকবে।

হল খোলা থাকার বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, হলের বিষয়ে আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তীকালে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রুমি নোমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।