চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সাত দফা দাবিতে কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

ওয়ারিশ সূত্রে চাকরি, ওভার টাইম সুবিধাসহ সাতদফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মচারী ইউনিয়ন। আগামী সিন্ডিকেটে তাদের দাবিগুলো মেনে না নিলে ২৭ তারিখ থেকে ২ ঘণ্টার জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।
বুধবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদারের আশ্বাসে দুপুর ১২টার দিকে মানববন্ধন শেষ হয়।
আরও পড়ুন: অভিন্ন নীতিমালা বাতিলের দাবি চবি কর্মচারী ইউনিয়নের
তাদের দাবিগুলো হলো-
১. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে পূর্বের ন্যায় ২০, ২৫, ২৭ ও ৩০ উচ্চতর স্কেল।
২. ৩১তম সিন্ডিকেট সভার ৯ এর ‘ক’ সিদ্ধান্ত অনুযায়ী ওয়ারিশ সূত্রে কর্মচারীদের ছেলেমেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান।
৩. দ্রব্যমূল্য উর্ধ্বগতির দিক বিবেচনা করে ওভার টাইম বৃদ্ধি এবং ডাইনিং হলের কর্মচারীদের ৬ জনের ওভার টাইমের পরিবর্তে ১৫ জন ডাইনিং কর্মচারীদের ওভার টাইম প্রদান।
৪. বিভিন্ন হলে কর্মরত, ভোজনলায় সহকারী, মালী, প্রহরী, ঝাড়ুদারদের অনার্স ভর্তি পরীক্ষায় ১ দিনের সম্মানীর পরিবর্তে আট অনার্স ভর্তি পরীক্ষার সম্মানী প্রদান করা।
৫. কর্মচারী ইউনিয়ন এবং কর্মচারী সমিতির যৌথ বিল্ডিং নির্মাণ করা।
৬. সম্মানিত শিক্ষক এবং অফিসারদের ছেলে মেয়ের ন্যায় সংরক্ষিত বিভিন্ন বিভাগ ও অনুষদে একটি করে আসন ৪র্থ শ্রেণির কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য বরাদ্দ করা।
৭. চতুর্থ শ্রেণির কর্মচারীদের সুনির্দিষ্ট পদোন্নতির নীতিমালা প্রণয়ন করা।
পরে কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন বলেন, আমাদের সাতদফা দাবি যৌক্তিক। আমরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে বারবার আমাদের দাবিগুলো জানিয়েছি। তিনি বলেছেন, উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করাবেন ও দাবিগুলো নিয়ে কথা বলবেন। কিন্তু তিনি সেটা করেননি। আমরা কিন্তু চাইলে রেজিস্ট্রারকে ছাড়া উপাচার্যের সঙ্গে দেখা করতে পারতাম। কিন্তু তা করিনি। আমরা চাই সবকিছু সিস্টেমের মধ্যে হোক এবং আমাদের দাবিগুলো তারা বুঝুক।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী বলেন, কর্মচারী ইউনিয়নের প্রতিটি দাবি যৌক্তিক। এ যৌক্তিক দাবিকে কেউ যদি থামানোর চেষ্টা করে তাহলে অফিসার সমিতি কর্মচারী ইউনিয়নকে সঙ্গে নিয়ে জবাব দিবে।
আরএইচ/এএসএম