ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বসন্তকালীন নবীনবরণ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৩-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সুদক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনা দেন।
বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক ও আইটি বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। এছাড়াও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিএ/এএসএম