গুচ্ছ ভর্তি
‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ মে, আসনপ্রতি লড়বেন ১৩ জন
আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এদিন ‘বি’ ইউনিট তথা মানবিক বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা নেওয়া হবে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২২টি সমন্বিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার মোট আসন ২১ হাজার ১১৮টি। এর বিপরীতে আবেদন পড়েছে তিন লাখ তিন হাজার ২৩১টি। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। প্রতি আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে লড়বেন ১৭ জন।
‘বি’ ইউনিট (মানবিকে) আসন সংখ্যা সাত হাজার ৭৪৬টি এবং আসনপ্রতি লড়বেন ১৩ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটে (ব্যবসা) আসন সংখ্যা তিন হাজার ৪৯৬টি এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২ জন শিক্ষার্থী।
বহুনির্বাচনী প্রশ্নে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতি প্রশ্নের জন্য ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে।
‘খ’ ইউনিট তথা মানবিক বিভাগের পর ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইটে।
রায়হান আহমেদ/এএএইচ/এএসএম