ইউআইটিএস-এ ঢাকা আউটার রিং রোড শীর্ষক সেমিনার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২২ জুলাই ২০২৩

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ঢাকা আউটার রিং রোড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ সেমিনার হয়। এতে মূল আলোচক ছিলেন ডিটিসিএ এর ডেপুটি ট্রাফিক ইঞ্জিনিয়ার ডি এম গিয়াস মালিক ও ডিটিসিএ এর প্রকল্প ব্যবস্থাপক মো. তুষার। বিশেষ আলোচক ছিলেন ডিটিসিএর বাস র্যুট রেশনালিজেশন প্রজেক্টের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ও প্রকল্প পরিচালক ধ্রুব আলম।

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাকসুদা হক, সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মো. হাসান ইমামসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কর্মস্থান ও বাস্তব জগৎ সম্পর্কে সাম্যক ধারণা নিশ্চিতে এ ধরণের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নিয়মিত সেমিনার আয়োজনের কোনো বিকল্প নেই। আমরা শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জনের ব্যাপারে বরাবরই বদ্ধপরিকর।

সেমিনারে প্রধান আলোচক মো. তুষার প্রথমে শিক্ষার্থীদের মধ্যে ঢাকা আউটার রিং রোড সম্পর্কে প্রাথমিক ধারণা তুলে ধরেন। আউটার রিং রোডের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, আউটার রিং রোড একটি শহরের ওপর যানবাহনের চাপ কমাতে ও পরিবহন ব্যবস্থাকে দ্রুতগামী করতে বেশ কার্যকর একটি পন্থা। ঢাকা শহরের ওপর যানবাহনের চাপ কমাতে ও দেশের বিভিন্ন প্রান্তের যানবাহন চলাচল দ্রুতগামী করতে ঢাকা আউটার রিং রোড প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও আরামদায়ক হবে। একই সঙ্গে ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ব্যবসায়িক প্রসারও ঘটবে এ প্রকল্পের কারণে।

সেমিনারের দ্বিতীয় আলোচক ডি এম গিয়াস মালিক ঢাকা শহরকে কেন্দ্র করে ঢাকা আউটার রিং রোডের খসড়া ম্যাপ প্রদর্শন করে বলেন, ঢাকা আউটার রিং রোড বাস্তবায়িত হলে ঢাকা শহরে প্রবেশ না করেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেশ দ্রুতসময়ে অতিক্রম করা সম্ভব হবে।

সেমিনার শেষে মূল বক্তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্ব শেষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুব্রত রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।