১১ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত কনসার্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হল সংলগ্ন ক্রিকেট মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

হলটির ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিনে ‘অন্তিম কনসার্ট’ শিরোনামে এ আয়োজন করেন তারা। কনসার্টটি বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। কনসার্টে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১২ সালের পর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হলেও এভাবে বিশাল পরিসরে উন্মুক্ত জায়গায় কনসার্ট এবারই প্রথম। দীর্ঘদিন পর এমন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। বিকেল ৩টা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে মাঠে ভিড় জমাতে শুরু করেন শিক্ষার্থীরা।

কনসার্টে জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস, মাশা, দ্য ভাইপার্স, জেমস সম্রাট এবং ওয়েব দ্য ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করেন। প্রথমেই ওয়েব দ্য ব্যান্ডের ‘এ হাওয়া’ গানে মেতে ওঠেন শিক্ষার্থীরা। একে একে মঞ্চে পারফর্ম করে সব ব্যান্ড। শেষে সোনার বাংলা সার্কাসের গান পরিবেশনের মধ্য দিয়ে রাত ৯টায় শেষ হয় উন্মুক্ত কনসার্টের এবারের আয়োজন।

কনসার্ট চলাকালীন পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী একেএম শরীফ উদ্দিন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, মিঠুন বৈরাগী, ইয়ামিন মাসুম, তানিয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

রুমি নোমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।