স্মৃতির মেলবন্ধনে বাঁধনের ২৫ বছর স্মরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কবি জসীম উদদীন হল ইউনিট ২৫ বছরে পা দিয়েছে। দিনটি উপলক্ষে নানা আয়োজনে মিলনমেলায় পরিণত হয় হল প্রাঙ্গণ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলে দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৯৮ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত হয় বাঁধন কবি জসীম উদদীন হল ইউনিট। স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হলটির কয়েকজন শিক্ষার্থী কাজ শুরু করলেও আজ ২৫ বছর পেরিয়েছে সংগঠনটি। এ দীর্ঘ সময় পেরিয়ে রজত জয়ন্তী উদযাপনের জন্য স্মৃতির মেলবন্ধনে দিনটি স্মরণ করেছে সংগঠনটির কর্মীরা।

সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি জসীম উদদীন হলে আসতে থাকে হলটির বাঁধন কর্মীরা। তাদের সঙ্গে আসে পরিবারের সদস্যরাও। বিভিন্ন ধরনের খেলাধুলা, ছবির জন্য ফটোগ্যালারী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, বিভিন্ন ধরনের খাবার, আলোচনা সভাসহ নানা আয়োজন ছিল দিনভর। এতে হল ও বাঁধনের নানা স্মৃতির কথা তুলে ধরেন কর্মীরা।

হলের বাঁধনের শুরুর সময়ের কর্মী ও বর্তমান বাঁধনের কেন্দ্রীয় উপদেষ্টা এস এম রেদওয়ান পাটোয়ারী শরীফ বলেন, কাজ শুরু করার সময়ের অবস্থা খুব কঠিন ছিল। সামাজিক অসচেতনতা আর নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। হলের বিভিন্ন কক্ষে রক্তদাতার খোঁজে গেলেই দরজা বন্ধ করে দিত। প্রতিবন্ধকতা তৈরি করত। আজ সেই পরিস্থিতি নেই। মানুষ অনেক সচেতন হয়েছে। এটি বাঁধনের কারণেই হয়েছে।

BADON-1.jpg

কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা কর্মকান্ডে শিক্ষকরা যখন বিরক্ত সেখানে বাঁধনেরা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়েছে। শিক্ষার্থীদের দ্বারা পরিচালত বিশ্ববিদ্যালয়ের এটি অন্যতম সংগঠন। আশা করি বাঁধন আরও এগিয়ে যাবে।

শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিজেদের মানবিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর জন্য সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সংগঠন করা বা কোনো সংগঠনে কাজ করা ছাত্রজীবনে খুবই জরুরি। সামাজিক অসচেতনতা আর নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করে হলটির বাঁধন কর্মীরা।

বাঁধন কবি জসীম উদদীন হলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য শেষে প্রাধ্যক্ষ কেক কেটে রজত জয়ন্তী উদযাপন করেন। এতে অংশ নেন হল ইউনিটের উপদেষ্টা ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড অব অপারেশন ও ডিসিএএমএলসিও শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী, গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, আইএফআইসি ব্যাংকের এসএভিপি অ্যান্ড হেড অফ লিগ্যাল অপারেশনস লিগ্যাল অ্যাফেয়ার্স রাফাত আহমেদ পাভেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক নিশাত মাহমুদ অপু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিনসহ বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ও বিভিন্ন হলের কর্মীরা।

রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে সকলের সহযোগিতা ও অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটির আহ্বায়ক মো. মঈনুল হাসান শিমুল ও সদস্য সচিব মো. মেহেদী হাসান।

আরএসএম/এসটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।