নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৩


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২১ মে ২০১৬

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার ভোরে ও সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল ও শিবপুরের মুনসেফেরচর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভৈরব কমলপুর এলাকার মৃত মালি মিয়ার ছেলে সোহাগ খন্দকার (৩৮), তার বোন মাসুমা খন্দকার ও রায়পুরার মরজাল এলাকার ধন মিয়ার ছেলে আব্দুল জলিল।

পুলিশ জানিয়েছেন, শনিবার সকালে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের মুনসেফেরচরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংর্ঘষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক আব্দুল জলিল মারা যায়। আহত হয় ১০ জন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি কর হয়।

এর আগে ভোরে জেলার মরজাল এলাকায় ঢাকা থেকে ভৈরবগামী একটি মাইক্রোবাসের সঙ্গে রোমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সোহাগ খন্দকার (৩৮) ও তার বোন মাসুমা খন্দকার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানিয়েছেন, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।