প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে


প্রকাশিত: ০৮:২০ এএম, ২২ মে ২০১৬

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় সরকারের সফলতা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটরিং ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় ক্ষয়-ক্ষতির পরিমাণ কম হয়েছে।

রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় মন্ত্রী দুর্গত এলাকায় দ্রুত গতিতে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এছাড়া ভেঙে যাওয়া বাঁধ ও দ্রুত গতিতে নির্মাণ করার জন্য পানি সম্পদমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।  

ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্বস্ত করে তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে নোয়াখালীতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

kader-Minister

মন্ত্রী আরো বলেন, সোনাপুর-জোরালগঞ্জ সড়কের কাজ শুরু হয়েছে। এটি সম্পন্ন হলে আর্থ-সামাজিক উন্নয়নে নোয়াখালীতে বিরাট ভূমিকা রাখবে। রাস্তাটি হলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। নোয়াখালী-চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে যোগাযোগ আরো উন্নত হবে। সমুদ্রের কাছাকাছি হওয়াতে এর গুরুত্ব অনেক বেশি। আর পর্যায়ক্রমে নোয়াখালীর সকল উন্নয়ন কাজ শেষ করা হবে।

পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা, চর এলাহী, মুছাপুর, গাংচিল ইউনিয়নে দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার মুড়ি, গুড় ও নগদ টাকা বিতরণ করেন।

এসময় স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।