চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ : হাসাপাতাল ঘেরাও


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৩ মে ২০১৬

দিনাজপুরের খানসামায় চিকিৎসকের অবহলোয় লুহিন নামে আড়াই বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল ঘেরাও করেছে শিশুর পরিবারের লোকজন। সোমবার সকাল ১০টায় খানসামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে।

লুহিন উপজেলার খামার পাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাবিক হোসেন জানান, খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. লুহিন সকাল সাড়ে ৮ টায় বাড়ির পার্শ্বে পুকুরে ধারে খেলা করছিল। খেলার এক সময় সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লুহিনের বাবা মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ পর চিকিৎসক আসলেও শিশুটিকে চিকিৎসা না করে বলে মৃত লাশ নিয়ে যান। আমরা পরীক্ষা-নীরিক্ষা করার দাবি জানালে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

অভিযুক্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। এলাকাবাসী বিষয়টি না বুঝে আবেগপ্রবণ আচরণ করছেন। এখানে আমাদের কোনো হাত নেই।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান জানান, সেবা পাওয়ার অধিকার দেশের সকল নাগরিকের। এক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে বিষয়টি দুঃখজনক। সমস্যা সমাধানে উত্তেজিত জনতাকে নিয়ে আমরা একটি বৈঠক ডেকেছি। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান হবে।

খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। সমস্যা সমাধানে আলোচনা চলছে।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।