রাউজানে নিখোঁজ যুবকের মরদেহ মিললো দীঘিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৮ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

চট্টগ্রামের রাউজানে মো. জাফর (৩৫) নামে এক যুবককে হত্যা করে মরদেহ দীঘিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামুনি দীঘি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জাফর পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। আগের রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত জাফরের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, আমার ভাইকে বুধবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে মহামুনি দীঘিতে মরদেহ ভাসতে দেখি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, মাথায় মারাত্মকভাবে আঘাত করে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের দীঘিতে ফেলে দেওয়া হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, মহামুনি দীঘি থেকে জাফর নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কপালে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলছে।

এমডিআইএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।