রাজশাহীতে ব্যারাকে ফাঁস নিলেন পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২০ এপ্রিল ২০২৫
কনস্টেবল মো. মাসুদ রানা

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। রোববার (২০ এপ্রিল) ভোরে তিনি নগরীর রাজপাড়া থানার জেলা পুলিশ লাইন্স ব্যারাকের তয় তলায় টয়লেটের জানালার সঙ্গে ফাঁস দেন।

মাসুদ রানা নাটোরের গুরুদাসপুরের পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদ রানা কনস্টেবল হিসেবে জুগিপাড়া তদন্ত কেন্দ্র বাগমারায় কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন ও চিকিৎসা শেষে পুলিশ লাইন্সের ব্যারাকে অবস্থান করেছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, তার মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।