নাটোরে ১৫ মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৮ মে ২০২৫

নাটোরে ১৫ মে থেকে আম-লিচু সংগ্রহ শুরু হচ্ছে। এদিন গাছ থেকে গুটি আমপাড়া হবে। এরপর পর্যায়ক্রমে সংগ্রহ হবে অন্যান্য আম।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় আম-লিচু সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আসমা শাহীন।

নাটোরে আম সংগ্রহের সময়:

১৫ মে থেকে গুটি আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণীপছন্দ, খিরসাপাত, হিমসাগর, ২ জুন থেকে লখনা, ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে নাগফজলি, ২০ জুন থেকে হাড়ভাঙ্গা, ৩০ জুন থেকে আম্রপালি, মল্লিকা এবং ফজলি আম সংগ্রহ হবে।

এছাড়া ১৫ জুলাই থেকে বারি আম-৪ এবং ২০ জুলাই আশ্বিনা ও এবং ২৫ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়।

অপরদিকে মোজাফফর লিচু ১৫ মে, বোম্বাই লিচু এবং চায়না তিন লিচু ২৫ মে থেকে সংগ্রহ করা হবে।

এর আগে আম সংগ্রহের প্রয়োজন হলে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে সংগ্রহ করতে পারবেন।

অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে অপরিপক্ব আম পাড়লে বা সংরক্ষণে কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভুঁইয়াসহ বাগান মালিকরা উপস্থিত ছিলেন।

এবার নাটোরে ৫ হাজার ৬৯৪ হেক্টর আমবাগান থেকে ৭২ হাজার ৮৬ টন আম এবং ৮৮৭ হেক্টর জমিতে ৬৫০৮ টন লিচু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।