আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৭ মে ২০২৫

নাটোরের চাঁদপুরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দিনভর ১২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

ক্যাম্পে জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবু হানিফ, মেডিকেল কলেজ ফর ওমেন্সের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক (অব.) ডা. নাসিম ইয়াসমিন, নীলফামারী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহবুবুল আলম চৌধুরী; বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের ডা. মো. শফিউল আকরাম, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন তাফসির; শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ ছানাউল ইসলাম ও ডেন্টাল সার্জন ডা. নুসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

এছাড়াও ইউনাইটেড হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন ও আল্ট্রাসনোগ্রাম বিশেষজ্ঞ ডা. মতিউর রহমান খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের ডিএলও ডা. মো. আবুল হোসেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজের ক্যানসার বিশেষজ্ঞ ডা. মো. রহমত উল্লাহ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আশরাফুল ইসলাম, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. মো. শিহাব আসফার খান, হেড অ্যান্ড নেক ক্যানসার সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মোয়াজ্জেম হোসেন ও এক্সিকিউটিভ মেম্বার ও সাবেক জেলা জজ তানজিনা ইসমাইল উপস্থিত ছিলেন।

পুঠিয়া থেকে সেবা নিতে আসা সাগর ইসলাম বলেন, ‘মেয়ের চিকিৎসার জন্য এখানে এসেছি। এখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। টাকাও লাগছে না।’

আনোয়ারা নামে আরেকজন বলেন, ‘ঠিকমত কথা বলতে পারি না, খেতে পারি না। তাই চিকিৎসা নিতে এসেছি। আমার মতো অনেকে এখানে এসেছে।’

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের কো-অর্ডিনেটর ডা. ফাবলিহা লোপা জাগো নিউজকে বলেন, ‘চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ক্যাম্পে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও ছিল। পরীক্ষার ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।’

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মোহাইমিনুল ইসলাম বলেন, ঢাকা থেকে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে ১২০ জন রোগীকে এ চিকিৎসাসেবা দেন। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।