১৯ ঘণ্টা পর ভেসে উঠলো সৈকতে নিখোঁজ কিশোরের মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৮ মে ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সিফাত (১৭) নামে এক কিশোরের মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।

রোববার (১৮ মে) সকাল ১০টার দিকে সৈকতে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৫০০ গজ উত্তরে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিফাত বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে বেঁড়িবাধ সংস্কারে জেনেসিস ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। শনিবার (১৭ মে) কাজে না গিয়ে দুই বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে যায়। এসময় তার সঙ্গে থাকা সহপাঠীকে মোবাইল দিয়ে ছবি তুলতে বলে জোয়ারের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও সিফাতকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে তার সহপাঠী। পরে বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানায়। কুমিরা ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস আরও জানায়, কিন্তু সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়। রোববার সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘক্ষণ ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও সমুদ্র থেকে বালু উত্তোলন করায় গভীরতা বেশি হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল ১০টার দিকে ওই কিশোর যেখানে গোসল করতে গিয়েছিল ওই স্থান থেকে প্রায় ৫০০ গজ উত্তরে মরদেহ ভেসে ওঠে। পরে ডুবুরিরা তাকে উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, শনিবার নিখোঁজ কিশোরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ডুবরি দল সাড়ে ৬টায় এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাত সাড়ে ৭টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। রোববার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। কিন্তু সকাল ১০টার দিকে সে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে ভেসে উঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশে ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে নিহতের মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এম মাঈন উদ্দিন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।