ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৩ মে ২০২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রাম ও উথুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের মো. হাবিল হোসেনের ৮ বছর বয়সী ছেলে মো. ইমাম হোসেন ও গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া গ্রামের কাঞ্চন মিয়ার সাড়ে ৩ বছর বয়সী ছেলে আলী হোসেন। কাঞ্চন মিয়া পেশায় অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রশিক্ষণে ক্লাস নিতে যান ওসি শিবিরুল ইসলাম। ওসির পিকআপটি বিদ্যালয়ের সড়কের পাশে রাখা ছিল। দুপুর দেড়টার দিকে ওসিকে নিয়ে থানায় যেতে গাড়ি চালু করেন চালক। গাড়িটি একটু এগুতেই খেলাধুলার ছলে সড়ক পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ইমাম। এমতাবস্থায় ওসি শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুর ১টার দিকে মহিরখারুয়া গ্রামে গফরগাঁও-পাগলা সড়কে বাড়ির সড়কের পাশে খেলাধুলা করছিল আলী হোসেন। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।