টাঙ্গাইলে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ : আহত ১০


প্রকাশিত: ০২:৪৫ এএম, ০২ জুন ২০১৬

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় নির্বাচনী ক্যাম্প ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেনের সমর্থকরা  মোটরসাইকেলে মিছিল নিয়ে চারাবাড়ি বাজারে আসে। সেখানে এক পর্যায়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাবলু মিয়ার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

Tangail-Hamlha

বিক্ষুব্ধ এ সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে গিয়ে পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় ও সমর্থকদের এলোপাতাড়ি মারপিট করে। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত এবং প্রায় বিশ পঁচিশটি বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, দাইন্যা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

আরিফ উর রহমান টগর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।