সাতক্ষীরায় অস্ত্রসহ আ.লীগ নেতার ভাতিজা আটক


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৪ জুন ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা এলাকার দক্ষিণ শাহপুর মালোপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ মো. সাথী (২৬) নামে এক যুবককে আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক যুবক সাথী উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেশরা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান রাজীব হোসেন রাজুর ভাতিজা ও হরিহরনগর গ্রামের আব্দুস সামাদ গোলদাদের ছেলে।

তালা থানা পুলিশের এএসআই আহাদ আলী জাগো নিউজকে জানান, একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে আমার কাছে কল আসে, অপরিচিত এক যুবক ঘের দখলকে কেন্দ্র করে দক্ষিণ মালোপাড়া এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি নাইনএমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ তাকে আটক ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।