সড়ক দুর্ঘটনার কবলে মিরসরাইয়ের এসিল্যান্ড

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৭ জুন ২০২৫

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বহনকারী গাড়ির সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গাড়ির এক পাশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বেঁচে যান তিনি।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখ নগর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নসিমনের চালক গুরুতর আহত হন।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, একটি মিটিংয়ে যোগ দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভা এলাকার শেখ নগর এলাকায় উল্টো পথে একটি নসিমন এসে আমাকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির বাম পাশে যথেষ্ট ক্ষতি হয়। নসিমন চালক আহত হলেও দ্রুত সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অল্পের জন্য আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন।

‎প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন নামের এক যুবক বলেন, এসিল্যান্ডকে বহনকারী গাড়িটি দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। উল্টো পথে নসিমনটি সামনে থাকা একটি রিকশাকে ওভারটেক করার সময় ভূমি কর্মকর্তার গাড়িকে ধাক্কা দেয়।

‎মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, উল্টো পথের নসিমন গাড়ির কারণেই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ভূমি কর্মকর্তা ও তার চালক অক্ষত এবং সুস্থ আছেন। তাকে বহন করা গাড়িটি বাম পাশে ক্ষতি হয়েছে।

এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।