বরিশালে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০২ জুলাই ২০২৫

বরিশালে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মো. নাঈম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর নুরিয়া স্কুলের পেছনে ডেঙ্গু সর্দার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম বরগুনার আমতলী উপজেলার পূর্বছিলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ডেঙ্গু সর্দার সড়কে মো. ওয়াহিদুজ্জামানের ভবনে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ভবনের প্রধান মিস্ত্রি খোকন মিয়া জানান, পাঁচতলায় তারা দুজন কাজ করছিলেন। নাঈম তার সহযোগী হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে পাঁচতলায় রেলিং দেওয়ার জন্য নাঈম সিমেন্ট-বালু মিক্স করছিলেন। এসময় হঠাৎ করে পাঁচতলা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে তিনি নিচে পড়েছেন সে বিষয়ে অবগত নন বলে দাবি করেন খোকন মিয়া।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাওন খান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।