পাকুন্দিয়ায় বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৮ জুন ২০১৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে পরাজিত বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

একদিকে ‘মিথ্যা’ মামলায় পুলিশের হয়রানি অপরদিকে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকদের হামলা ও হুমকির মুখে এলাকা ছেড়ে পালিয়েছেন পরাজিত বিএনপি প্রার্থী আরফান উদ্দিন ও তার সমর্থকরা। প্রতিদিনি এলাকায় হানা দিচ্ছে পুলিশ। এ অবস্থায় পুলিশি ভয়ে দিন কাটাচ্ছেন জুনাইল গ্রামের বিএনপির নেতাকর্মীরা।

গত ৪ জুন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক হাঙ্গামা হয়। ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন জয়ী হন।

নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী আরফান উদ্দিন অভিযোগ করেন, নির্বাচনের দিন আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করে। তারা কয়েকটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারে। এছাড়া বেশিরভাগ কেন্দ্র থেকে আমাদের এজেন্ট বের করে দেয়।

পরাজিত বিএনপি প্রার্থী আরফান উদ্দিনের অভিযোগ, নির্বাচনের পরদিন আওয়ামী লীগ প্রার্থীর কর্মী জুনাইল গ্রামের মো. মরম আলী বাদী হয়ে তিনিসহ তার ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পাকুন্দিয়া থানা পুলিশ এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হানা দিচ্ছে। এ অবস্থায় ঘরবাড়ি ফেলে পালিয়ে বেড়াচ্ছে জুনাইল গ্রামের লোকজন।

অপরদিকে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী শাহাব উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি জয়ী হয়েছি। বিএনপি প্রার্থী বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে এখন মিথ্যাচার করছে।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আহুতিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান পুলিশি হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।