ডেঙ্গু

শিশুর মৃত্যুর পর চট্টগ্রামে রেফারের অভিযোগ পরিবারের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ‎মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ৩০ জুলাই ২০২৫

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ডেঙ্গু আক্রান্ত এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মারা যাওয়া মাদরাসা শিক্ষার্থীর নাম আশরাফুর রহমান নয়ন (১৩)। সে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মিজানুর রহমান সোহাগের একমাত্র ছেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুই দিন ধরে সীতাকুণ্ড পৌর সদরের বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি ছিল নয়ন।

নয়নের বাবার অভিযোগ, জেনারেল হাসপাতালের চিকিৎসা গাফিলতির কারণেই তার একমাত্র ছেলেকে হারিয়েছেন।

‎সোহাগ কাঁদতে কাঁদতে বলেন, ‘কয়েকদিন আগে গায়ে জ্বর হয় আমার ছেলের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে বলে জানায়। হাসপাতাল থেকে প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তবে তারা বাড়িতে না নিয়ে বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে দুইদিন চিকিৎসাধীন থেকে আমার ছেলের মৃত্যু হয়। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলের চিকিৎসায় জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি ছিল। যার কারণে আমার বুকের ধনটাকে হারিয়ে ফেলি।’

‎তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে জেনারেল হাসপাতালেই মারা গেছে। মারা যাওয়ার পরে আমার ছেলেকে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর তাকে আমরা ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা অনেক আগে রোগীর মৃত্যু হয়েছে বলে জানান।’

‎এদিকে জেনারেল হাসপাতালের পরিচালক মাইন উদ্দিন বলেন, ‘রোগীর সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) স্বাভাবিক ছিল। রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে আমরা সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। কিন্তু রোগীর অভিভাবকরা রোগী নিয়ে যেতে দেরি করে ফেলায় পথেই মারা যায়।’

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।