আশ্রমের সেবক খুনের ঘটনায় মামলা


প্রকাশিত: ১০:২৪ এএম, ১১ জুন ২০১৬

পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। শুক্রবার রাতে এ মামলা দায়ের করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, শুক্রবার রাত ১১টার দিকে অনুকুল আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগোল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার সম্ভব হয়নি।

এদিকে, ঘটনার ২৯ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করতে পারেনি। সনাক্ত করতে পারেনি হত্যাকারীদের।

উল্লেখ্য, শুক্রবার ভোর সোয়া ৫টা থেকে সাড়ে ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নিত্যরঞ্জনকে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে কুপিয়ে হত্যা করে।

নিহত নিত্যরঞ্জন গোপালগঞ্জ জেলার মুকুসুদপুর উপজেলার আরুয়া কংশুর গ্রামের প্রয়াত রসিকলাল পান্ডের ছেলে। তিনি ৩৬/৩৭ বছর ধরে পাবনার ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও সন্তানরা গোপালগঞ্জে থাকেন।

একে জামান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।