সুন্দরবনে অভিযান, আড়াই লাখ টাকার কাঁকড়া জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৬ আগস্ট ২০২৫
সুন্দরবনের আড়াই লাখ টাকার কাঁকড়া জব্দ/ছবি- সংগৃহীত

সুন্দরবনে অভিযান পরিচালনা করে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২৫ আগস্ট) সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কাঁকড়াগুলোর বাজার দর ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া জব্দ করা কাঁকড়া ও বোট বনবিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

মুনতাসির ইবনে মুহসীন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আবু হোসাইন সুমন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।