মাগুরার সাবেক এমপি শিখরের ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেবে মাগুরা জেলা পুলিশ।

হুসাইন মালিক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।