খালেদা জিয়ার সাজে নজর কেড়েছে ছোট্ট তাসরিফা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার সাজে পঞ্চম শ্রেণির ছাত্রী তাসরিফা বিন নুসরাত/ছবি-জাগো নিউজ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের সার্কিট হাউজ চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন।

খালেদা জিয়ার সাজে নজর কেড়েছে ছোট্ট তাসরিফা

মিছিলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে পঞ্চম শ্রেণির ছাত্রী তাসরিফা বিন নুসরাত। সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে একটি ভ্যানগাড়িতে ধানের শীষ প্রতীক নিয়ে বসে থাকে। এতে দলীয় তৃণমূল নেতাকর্মীরা বেশ আনন্দিত হন। অনেকে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।

পটুয়াখালী রশিদ কিশলয় বিদ্যালয় নিকেতনের শিক্ষার্থী তাসরিফা। তার বাড়ি টাউন কালিকাপুর এলাকায়। বাবা নুরুল ইসলাম লিটন গাজী পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহসভাপতি।

মিছিলে উপস্থিত কমলাপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজ মৃধা নামের এক বিএনপিকর্মী বলেন, ‌‘খালেদা জিয়াকে কখনো সরাসরি দেখা হয়নি। আজকের এই মিছিলে এসে খালেদা জিয়ার সাজে এই ছোট্ট মেয়েটিকে দেখে খুব ভালো লেগেছে। খালেদা জিয়ার জন্য অনেক দোয়া করি।’

মাহমুদ হাসান রায়হান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।