নওগাঁ সীমান্তে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের পাশ থেকে তাদের আটক করে বিজিবি। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর আসরারুল হক ১৬ জনকে নওগাঁ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির টহল দল ঘুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে তাদের আটক করে।

আটকদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চার জন নারী। তারা পাবনা জেলার বাসিন্দা। আটকদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয়েছে।

আরমান হোসেন রুমন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।