তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে টঙ্গীর প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সামি (৯) নামে ওই শিশু টঙ্গীর মুদাফা এলাকার সোহেল মিয়ার ছেলে। সে মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, শুক্রবার দুপুরে প্রত্যাশা ব্রিজ এলাকায় শিশু সামি কয়েকজন শিশুর সঙ্গে তুরাগ নদের পানিতে গোসল করতে নামে। এসময় সামি নদের পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠান।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তুরাগ নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।