টাঙ্গাইলে কমে গেছে ওষুধ বিক্রি


প্রকাশিত: ০৮:০১ এএম, ১৮ জুন ২০১৬

পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের বিভিন্ন দোকানে ওষুধ বিক্রি কমে গেছে।

অনুসন্ধান করে জানা গেছে, রমজান মাসে নির্দিষ্ট সময় খাওয়া ও নামাজ আদায় করা হয়। কম খেলে রোগ কম হয় এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে শরীরের বিভিন্ন অঙ্গ সঠিকভাবে কাজ করে। এ কারণে রোগ অনেকটাই কমে যায়।

টাঙ্গাইল মেইন রোডের ইতি ফামের্সীর মালিক নাসির উদ্দিন জানান, রমজান মাসের আগে প্রতিদিন প্রায় ৪০ হাজার টাকা বিক্রি করতেন। কিন্তু রমজান মাসের শুরু থেকে বিক্রি কমে গেছে। এখন বিক্রি হয় প্রতিদিন ২০/২৫ হাজার টাকা। এর কারণ হিসেবে জানান, রমজান মাসে রোগ কম হয়।

নিউ মার্কেটের ওষুধ ব্যবসায়ী মিতা মেডিকেল হলের মালিক টিটু জানান, রমজান মাসের শুরু থেকেই ওষুধ বিক্রি কম হচ্ছে। তিনি জানান, রোজা রাখলে শরীরে রোগ কম হয়।

নিউ মার্কেট চত্বরের সিকদার ফার্মেসীর মালিক মতিয়ার সিকদার জানান, রমজান মাস পবিত্র মাস। এ মাসে আল্লাহর রহমত নাজিল হয়। এ কারণে মানুষের রোগ কম হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোজাহিদুল ইসলাম জানান, পবিত্র রমজান মাসে সারাদিন একজন রোজাদার ব্যক্তি খাবার থেকে বিরত থাকে। নির্দিষ্ট সময় খাবার খেলে ও কম খেলে রোগ এমনিতেই কম হয়। এরপর আল্লাহর রহমত নাযিল হয়। এ কারণে রমজান মাসে রোগ এবং ওষুধ বিক্রি কম হয়।

আরিফ উর রহমান টগর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।