গ্রিস যাওয়ার পথে গাড়িতে ডাকাতি, নাগরিকত্ব কার্ড টাকা ফোন— সব লুট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

বিমানবন্দর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে এনামুল হক (৪৯) নামের এক প্রবাসীকে বহন করা গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ভুক্তভোগীর নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) উপজেলার পিরোজপুর এলাকায় মারিখালী সেতুতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েড়ি (জিডি) করেছেন।

গ্রিস প্রবাসী এনামুল হক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভাসেন্ডা এলাকার নুর মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী প্রবাসী জানান, কুমিল্লা থেকে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার উদ্দেশ্যে প্রাইভেটকারে করে রওয়ানা দেন প্রবাসী এনামুল হক। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মারিখালী সেতুর ওপর পৌঁছানো মাত্র ডাকাতদল তাদের গাড়ির গতিরোধ করে। তারা প্রাইভেটকারের গ্লাস ভেঙে গাড়ির চালক ও প্রবাসী এনামুলকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাদের সঙ্গে থাকা নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও দুটি মোবাইলফোন লুট করে নিয়ে যান। এসময় ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতদল ওই প্রবাসী ও চালককে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে মহাসড়কের পাশে মদনপুর এলাকায় আল বারাকা নামে একটি ক্লিনিকে পাঠায়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে বলেন, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকাল থানায় রেফারেন্স করা হয়েছে।

মো. আকাশ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।