মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত


প্রকাশিত: ০৬:০০ এএম, ১৯ জুন ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ট্রাকচালক শফিকুল ইসলাম (৪০) ও হেলপার সোহেল (২২)।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক (বগুড়া ট ১১-১৫২৪) মহাসড়কের ওই স্থানে এসে বিকল হয়। বিকল ট্রাকটি মেরামতের জন্য চালক শফিকুল ও  হেলপার সোহেল ট্রাকের নিচে কাজ করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-০৭৮২) বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ওই ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
 
খবর পেয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।
 
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।