পিরোজপুরে ‘ডাকাত’ সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২০ অক্টোবর ২০২৫

পিরোজপুরের কাউখালীতে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে মো. আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ‘ডাকাত ডাকাত’ চিৎকারের পর স্থানীয়রা আলী হোসেনকে ডাকাত সন্দেহে আটক করে। এরপর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে বেধড়ক মারধর ও গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তার হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে নিহতের স্বজনরা। তাদের দাবি, বাড়ি থেকে ডেকে এনে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মানলা দায়ের করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মো.তরিকুল ইসলাম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।