জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন


প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৯ জুন ২০১৬

দেশে জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ  সহযোগী অঙ্গসংগঠন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। রোববার বিকেলে কালকিনি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক তাহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আ. জলিল আকন।

এ কে এম নাসিরুল হক/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।