সাভারে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১০:২৯ এএম, ২৩ অক্টোবর ২০২৫

সাভারের বনগাঁও ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। এছাড়া আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন। তারা সবাই সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা।

আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আরও ৮ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জাবেদ বলেন, এক খণ্ড জমির বিরোধকে কেন্দ্র করে রাত ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির ও তার বাহিনীর ৩০/৪০ জন লোক নিয়ে হামলা চালায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয়। এছাড়া হামলাকারীদের হাতে থাকা লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় কয়েক জন আহত হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহফুজুর রহমান নিপু/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।