বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
অভিযুক্ত মো. মোকলেছ মোল্লা। ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুটি পৃথক ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে তালতলী থানায় মামলা দুটি দায়ের করেন ভুক্তভোগী দুই শিশুর বাবা এবং মা।

অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মো. মোকলেছ মোল্লা (৫৯)। তিনি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোকলেছ মোল্লা তার এলাকার ছোট-ছোট মেয়েদের বিভিন্ন সময় টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। গত ৪ অক্টোবর দুপুরের দিকে দশ বছরের শিশুটিকে বাড়ির সামনে দেখে খাবারের লোভ দেখিয়ে মোকলেছ মোল্লা তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। পরে নিজ ঘরের বারান্দায় শিশুটিকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

অপর এক শিশুর মায়ের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশুটির মা তাকে বাড়িতে রেখে স্বামীর সঙ্গে বাজারে ঔষধ কিনতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে মোকলেছ মোল্লা ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান।

এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী দুই শিশুকে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করতে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নুরুল আহাদ অনিক/কেএইচকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।