মির্জাপুরে ৪ ডাকাত সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৯:২৬ এএম, ২০ জুন ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও রশি উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত কর্ণফুলি নিট ইন্ডাস্ট্রিজ মিলে ডাকাতির চেষ্টাকালে পুলিশ তাদের গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার গজারিয়া উপজেলার জহুরুল ইসলামের ছেলে মো. লিয়াকত হোসেন (৩০), সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মো. রানা হোসেন (১৮), রংপুর জেলার পীরগাছা উপজেলার দূর্গাচরণ গ্রামের শরিফুল ইসলামের ছেলে তানজিল বাবু (১৮) ও একই উপজেলার কামালপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে মো. হাসান মিয়া (১৮)।

পুলিশ জানায়, রাত পৌনে দুইটার দিকে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল কর্ণফুলি নিট ইন্ডাস্ট্রিজ মিলের দক্ষিণ পাশের সীমানার প্রাচীর টপকে মিলের ভেতরে ঢুকে মিলের নিটিং ম্যানেজার মো. আব্দুল মান্নান, নাইট গার্ড মীর দুলাল, মীর শহিদুল ইসলাম, আবু হাসান তালুকদার, শ্যামল চন্দ্র ও হরিপদ সরকারকে মারধর করে হাত পা বেঁধে ডাকাতির চেষ্টা করে।

ডাকাতির খবর পেয়ে মির্জাপুর থানা টহল পুলিশ ওই মিলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ওই চার সদস্যকে গ্রেফতার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি হাত দা, শাবল, লাঠি ও রশি উদ্ধার করে পুলিশ।

মিলের নিটিং ম্যানেজার মো. আব্দুল মান্নান বলেন, রাত পৌনে দুইটার দিকে ডাকাতদলের সদস্যরা মিলের সীমানা প্রাচীর টপকিয়ে মিলের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে হাত পা বেঁধে সবাইকে জিম্মি করে মারপিট করতে থাকে।

এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আন্তঃজেলা ডাকাত দলের চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।