সাধারণ বলে বাসমতি আমদানি, ৮০ মেট্রিক টন চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৮ অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বাসমতি চাল আমদানির অভিযোগে শশী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের প্রায় ৮০ মেট্রিক টন চাল জব্দ করেছে কাস্টমস।

সোমবার (২৭ অক্টোবর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চালের নমুনা পাঠিয়ে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার ওমর মবিন। এর আগে গত ২৩ অক্টোবর স্থলবন্দর থেকে চালগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন-
মনোনয়ন নিশ্চিতের গুজব ছড়িয়ে বিএনপি নেতার আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
ভৈরবে অস্ত্র ঠেকিয়ে প্রবাসী দম্পতির আইফোন-স্বর্ণালংকার ছিনতাই
ফেনীতে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

তিনি জানান, গত ২৩ অক্টোবর বন্দরে ভারত থেকে কোনো স্টিকার ছাড়া প্রায় ৮০ মেট্রিক টন সাধারণ চাল লিখে আমদানি করে শশী ট্রেডার্স। এতে আমাদের সন্দেহ হয়। আমরা চালগুলো জব্দ করে নমুনা সংগ্রহ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠিয়েছিলাম। আজ বিকেলে রিপোর্ট পেয়েছি। আসলে চালগুলো বাসমতি ছিল। বাসমতি চাল আমদানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠান কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে সাধারণ চাল বলে বাসমতি চাল আমদানি করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।